বিশ্বকাপ ফাইনালের পরের দিনই বিতর্ক তৈরি করেছেন মিচেল মার্শ। সাজঘরে বিশ্বকাপের ট্রফির উপর পা তুলে রাখার ছবি পোস্ট করেন তিনি। এবার একটি সাক্ষাৎকারে এই নিয়ে কটাক্ষ মহম্মদ শামির।
শামি জানান, ছবিটা দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন। যে ট্রফির জন্য গোটা বিশ্বের এত দেশ লড়াই করে, সেই ট্রফির উপর পা রাখা। এই নিয়ে মার্শের আচরণকে প্রকাশ্যেই নিন্দা মহম্মদ শামির।
বিশ্বকাপ জয়ের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মার্শ। সেখানেই একটা ছবিতে দেখা যায়, মেজাজ নিয়ে দুটি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে আছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।