T20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার। ৬ রানে অস্ট্রেলিয়াকে হারাল রোহিত ব্রিগেড। খেলা যখন অস্ট্রেলিয়ার দখলে, তখন শেষ ওভারে মহম্মদ শামির হাতে বল তুলে দেন রোহিত। দরকার ছিল মাত্র ১১ রান। একা ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতালেন শামি। পরপর চার বলে ৪ উইকেট হারিয়ে এক ওভারে জেতা ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়া।
এদিন টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। রান পাননি বিরাট, রোহিত, হার্দিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার বোলার কেন রিচার্ডসন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মিচেল মার্শ ও অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ দারুণ শুরু করেন। ৩৫ রানে ফেরেন মার্শ। ৭৬ রান করেন ফিঞ্চ। ১৯ ওভারে সাত উইকেট হারালেও মাত্র ১১ রান তোলা খুব কঠিন কাজ ছিল না। গোচা ম্যাচ গ্যালারিতেই বসে ছিলেন শামি। শেষ ওভারে তাঁকে মাঠে নামান রোহিত। ওভারের শেষ চার বলে নিজে ৩ উইকেট পান শামি। একটি রান আউট। খেলা শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার।