সেঞ্চুরিয়নে মহম্মদ শামির (Mohammad Shami) ম্যাজিক। পাঁচ উইকেট শিকার ভারতীয় পেসারের। ঘরের মাঠে প্রথম টেস্টে ১৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও জসপ্রীত বুমরাহও (Jaspreet Bumrah) দুটি করে উইকেট তুলে নেন। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ভারতের রান ১৬। তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
সেঞ্চুরিয়নে এদিন ভারতীয় শিবিরে রেকর্ডের ছড়াছড়ি। ২০০তম টেস্ট উইকেট নিয়ে নজির গড়েন মহম্মদ শামি। দ্রুততম ১০০টি স্টাম্প করে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন ঋষভ পন্থও। তবে ভারতীয় শিবিরে চিন্তার কারণ হতে পারে জসপ্রীত বুমরাহর চোট। গোড়ালিতে চোট পান তিনি। খেলা চলাকালীন মাঠ ছাড়তে হয় তাঁকে।
আরও পড়ুন: ৬৮ রানে শেষ ইংল্যান্ড, ইনিংস জিতে অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন তিন উইকেট হারিয়ে ২৭২ রান তোলে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করেন কেএল রাহুল। দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে যায় খেলা। তৃতীয় দিন সেঞ্চুরিয়ানের পিচে বড় রান তুলতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়াও। মাত্র ৫৫ রান যোগ করে ৩২৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। কিন্তু ব্যাট করতে নেমে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও।