দক্ষিণ আফ্রিতার মাটিতে শামির গর্জন দেখা যাবে ? সিরিজ শুরুর আগেই এই প্রশ্ন তুলে দিল স্পিডস্টারের গোড়ালির চোট। সিংহের দেশে একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় দলে রয়েছে শামি। ভারত ছাড়ার আগে কথা বলেছেন মুম্বইয়ের এক চিকিৎসকের সঙ্গেও।
বিশ্বকাপ খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন বাংলার এই পেসার। তাতে অবশ্য গতিতে কোনও টোল খায়নি। কিন্তু টুর্নামেন্ট শেষের পরেই গোড়ালির চোট ভোগাচ্ছে শামিকে। যা অনিশ্চিত করতে পারে, তার আইপিএল ভাগ্যকে।
যদিও শামির চোট কতটা, তা নিয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শামি দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না, তা-ও এখনই বলা যাচ্ছে না। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।