অস্ত্রোপচারের পর কেমন আছেন ভারতের স্পিডস্টার মহম্মদ শামি ? টুইটারে অস্ত্রোপচারের সেই ছবি এবার পোস্ট করলেন তিনি। শামি জানিয়েছেন, ১৫ দিন আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হচ্ছেন। আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন।
সম্প্রতি বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে না মহম্মদ শামিকে। বোর্ড সচিব দাবি করেছিলেন, সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন শামি।
ফলে, আইপিএল খেলবেন না তিনি। শুধু শামি নন, এই আইপিএলে খেলতে পারবেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁরও চোট রয়েছে। সুস্থ হচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।