পার্থ থেকে শুরু হচ্ছে এবারের বর্ডার-গাভাসকর ট্রফি। প্রায় সিদ্ধান্ত হয়ে গিয়েছে প্রথম টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে, তাঁর জায়গায় প্রথম টেস্টে অধিনায়ক যশপ্রীত বুমরা। যদিও এই সিরিজে এটা আলোচনা নয়। আলোচনার মূল কেন্দ্রে ভারতের বোলিং লাইন-আপ।
পরিস্থিতি যা, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে চার-শূন্যে সিরিজ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র পাবে টিম ইন্ডিয়া। চার-শূন্যে সিরিজ জয়ের অর্থ প্রতি ম্যাচে ২০টি করে উইকেট নিতে হবে ভারতের বোলারদের। এই অবস্থায় দাবি একটাই, ভারতীয় দলে মহম্মদ শামির প্রত্যাবর্তন।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রণজি ট্রফিতে সাত উইকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ফিট প্রমাণ করেছেন মহম্মদ শামি। ইতিমধ্যেই রবি শাস্ত্রী এবং সঞ্জয় মঞ্জারেকরেরর মতো প্রাক্তনরা দাবি করেছেন, বুমরার পাশে একমাত্র বিকল্প মহম্মদ শামি। কিন্তু প্রাক্তনদের এই দাবি এখনই মানতে রাজি নন অজিত আগরকররা। তাঁরা চায় ঘরোয়া ক্রিকেটে আরও একটু সময় কাটাক শামি। তাই সৈয়দ মুস্তাক আলিতেও বাংলার এই পেশারকে পরখ করতে চান জাতীয় নির্বাচকরা।