টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়া যাবে না মহম্মদ শামিকে। এমনটাই ইঙ্গিত দিলেন বোর্ড সচিব জয় শাহ। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সচিব জানিয়েছেন, অস্ত্রোপচারের পর দেশে ফিরছেন শামি। পরিস্থিতি যা তাতে সেপ্টেম্বরের আগে শামি মাঠে ফিরতে পারবেন না বলেই ইঙ্গিত বোর্ড সচিবের।
ঘরের মাঠে বিশ্বকাপে ঝড় তুলেছিলেন ভারতীয় এই স্পিডস্টার। কিন্তু চোটের কারণে পর পর সিরিজ থেকে ছিটকে যান তিনি। এই মরশুমের আইপিএলে গুজরাতের জার্সিতে তাঁকে দেখা যাবে না। জুন মাসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তা থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি।
শামি ছিটকে গেলেও লোকেশ রাহুল খুব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা করেছেন জয় শাহ। ইতিমধ্যেই রাহুল বেঙ্গালুরুতে রিহ্যাব শুরু করেছেন বলেও দাবি বোর্ড সচিবের। আপাতত অনেকটাই ফিট কেএল রাহুল। লখনউকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন রাহুল।