কলকাতা পুলিশের বিরুদ্ধে লিগের ম্যাচে ড্র মোহনবাগানের। কলকাতা লিগে মঙ্গলবার ১-১ ব্যবধানে খেলা শেষ হল। কল্যাণী স্টেডিয়ামে পুলিশের মজবুত রক্ষণে আটকে যায় বাগানের আক্রমণ।
প্রথমার্ধে বারবার আক্রমণ শুরু করে মোহনবাগান। সুযোগ সেভাবে তৈরি হয়নি। ১৮ মিনিটে সুহেলের শটেও গোল মিস হয়। তবে ম্যাচের ৩৩ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন শেখ সুহেল। ৪৪ মিনিটে পেনাল্টে পায় মোহনবাগান। কিন্তু সেই পেনাল্টি বাঁচিয়ে দেন পুলিশের গোলকিপার মইদুল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পেনাল্টি পায় মোহনবাগান। বল লক্ষ্যেই রাখতে পারেননি অভিষেক সূর্যবংশী।
দ্বিতীয়ার্ধে এরপরই সমতা ফেরায় পুলিশ। গোল করেন রবি দাস। শেষ দিকে সুযোগ নষ্ট করে আর সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। অ্যাডেড টাইমে লাল কার্ড দেখেন পুলিশের তৌহিদ ও মোহনবাগানের অভিষেক।