দেশের অন্যতম সেরা অধিনায়ক। দেশকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে টেস্টে এক নম্বর করেছেন। আইপিএলের আগে বর্তমান অধিনায়কদের উদ্দেশে সফল হওয়ার বার্তা দিলেন মাহি।
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ধোনি জানিয়েছেন, "সম্মানের সঙ্গে জড়িয়ে থাকে আনুগত্য। ড্রেসিংরুমে সাপোর্ট স্টাফ বা ক্রিকেটাররা সম্মান না জানালে, সেই আনুগত্য পাওয়া যায় না। শ্রদ্ধা আদায় করতে হয়। জোর করে শ্রদ্ধা পাওয়া যায় না।"
আরও পড়ুন: 'তাড়াতাড়ি অবসর নিও না', সূর্যকুমারকে পরামর্শ ম্যান ইউর প্রাক্তন তারকা ওলে গানারের
ধোনি মনে করেন, একজন সফল নেতার কাছে, তাঁর কাজই আসল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "আমি সব সময়ই বিশ্বাস করি, চেয়ার বা ব়্যাঙ্কিংয়ের উপরে নির্ভর করে না শ্রদ্ধা। মানুষ অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে। কখনও কখনও নিজের উপরে বিশ্বাস থাকে না। একবার দলের আস্থা-সমীহ পেয়ে গেল পারফরম্যান্সও সেরকমই হয়। সেই সম্মান পেতে গেলে ড্রেসিংরুমের প্রত্যেক প্লেয়ার, প্রত্যেক সদস্যের শক্তি, দুর্বলতা সম্পর্কে জানা দরকার। তা হলে শুধরে দেওয়াও সম্ভব হয়।"