ফের অধিনায়কত্ব ছাড়তে চাইলেন ধোনী। সোমবার লখনউয়ের বিরুদ্ধে মাত্র ১২ রানে জেতার পর থেকেই বোলারদের ওপর রীতিমতো ক্ষুব্ধ সিএসকে অধিনায়ক। সোমবার চিপকে কেএল রাহুলদের ২১৮ রানের টার্গেট দেয় চেন্নাই বিগ্রেড। তবে শেষপর্যন্ত ১২ রানে কোনমতে মুখরক্ষা হয় সিএসকের। ড্রেসিংরুমে ফিরেই ধোনী তাঁর ক্ষোভ উগড়ে দেন বলে খবর। দলের পেসারদের আরও উন্নতি প্রয়োজন বলে জানান সিএসকে অধিনায়ক। পরিস্থিতি অনুযায়ী বল করার দিকেও বোলারদের খেয়াল রাখতে হবে বলেও মত ধোনীর। পাশাপাশি, এদিনের ম্যাচে অতিরিক্ত রান দেওয়া নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ তিনি। তবে এই প্রবণতা না কমলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেও জানান মাহি।
সোমবার টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ-এর অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে ৩ বছর পরে ঘরের মাঠে ফেরার সুযোগ দারুণভাবে কাজে লাগায় চেন্নাই। ৩১ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন রুতুরাজ গায়কোয়াড়। ঋতু-ঝড়ের সৌজন্যে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাহাড় প্রমাণ রান খাড়া করে চারবারের চ্যাম্পিয়ন। ২৯ বলে ৪৭ রান করে ঋতুরাজকে সঙ্গত করলেন কিউই ডেভন কনওয়ে। এরপর বাকি ইনিংস এগিয়ে নিয়ে যান মইন আলি, আম্বাতি রায়াডুরা।
আরও পড়ুন- IPL 2023- LSG vs CSK match report: রুদ্ধশ্বাস ম্যাচ, চিপকে লখনউকে ১২ রানে হারাল চেন্নাই সুপার কিংস