ক্যাপ্টেন কুল। শীতল মস্তিষ্কের জন্য সর্বজনবিদিত মহেন্দ্র সিং ধোনি। চাপের মুখেও তাঁর ঠান্ডা থাকে মাথা। কিন্তু ধোনি কি কখনও মেজাজ হারান না। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেই ম্যাচেই মেজাজ হারান ধোনি।
রাজস্থানের বিরুদ্ধে ১৬তম ওভারে বল করতে আসেন মাথিসা পাথিরানা। সিমরন হেটমেরকে রান আউট করার সুযোগ আসে ধোনির কাছে। কিন্তু ধোনির সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন পাথিরানা। তরুণ ক্রিকেটারের উপর মেজাজ হারান ধোনি। এমন সুযোগ মিস করার জন্য চিৎকার করে উঠতেও দেখা যায় ধোনিকে।
এবার আইপিএলে দলকে নেতৃত্ব দিলেও ব্যাটিংয়ে একেবারেই শেষের দিকে আসছেন ধোনি। রাজস্থান ম্যাচে ব্যাট করতেই নামেননি। তাঁর ক্যামিও রোল মিস করছেন সমর্থকরা। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে সিএসকে।