মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই মুখ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন বিরাট। অবসর নেওয়ার আগে বিরাটের নেতৃত্বে খেলেছেন ধোনিও। খারাপ সময় বারবার ধোনির নাম শোনা যায় বিরাটের মুখে। তাঁদের সম্পর্ক কেমন, এতদিন পর মুখ খুললেন ধোনি নিজে।
বিরাট কোহলির অভিষেকের সময় থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ টিমে সেবার ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলিও। তারপর দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে মাহি ও বিরাট। একটি সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন, "২০০৮-০৯ থেকে আমরা একসঙ্গে খেলেছি। তবে আমাদের মধ্যে বয়সে একটা পার্থক্য আছে। আমি ওর বড় দাদার মতো হতে পারি। আবার শুধু সতীর্থও হতে পারি। অথবা অন্য কিছু। কিন্তু সতীর্থ তো বটেই। দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে বিরাট থাকবেন।" বিরাটকে নিয়ে ধোনির ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাহি। ট্রফি জয়ের নিরিখে তাঁকে কেউ ছুঁতে পারেনি। বিরাট টেস্ট ক্রিকেটের সফল অধিনায়ক। জুনিয়র সতীর্থকে কিন্তু এগিয়েই রাখছেন মাহি।
কয়েকবছর আগে বিরাট কোহলির ফর্ম যখন খুবই খারাপ ছিল, সেই সময় মাহি ভাইয়ের থেকে পরামর্শ নিয়েছিলেন। অনেক বিপদে বিরাটকে সঠিক পথও দেখান। বিরাট একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে তা উল্লেখ করেছেন। ধোনির হাত ধরে ভারত প্রথম T20 বিশ্বকাপ জিতেছিল। সেবার সেই দলে ছিলেন না বিরাট। ১৭ বছর পর এবার রোহিত শর্মার হাত ধরে T20 বিশ্বকাপ জিতেছে ভারত। আর সেই দলে ছিলেন বিরাট। বিশ্বকাপ জিতেই T20 ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন তিনি।