টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে ঘুরে গেলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই শহরে পৌঁছে গিয়েছে গোটা টিম। হার্দিকের টিমের সঙ্গে আড্ডায় মাতলেন মাহি।
এখনও ৩ মাস বাকি আইপিএলের। সম্প্রতি রাঁচির স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের জন্যই প্র্যাকটিস করছেন তিনি। এদিকে ড্রেসিংরুমে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। মাহি সরাসরি হার্দিকের সঙ্গে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে চলে যান। ধোনির সেই ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। টিমের অনেক তারকা, যারা সেই সময় পাননি, তাঁরাও ধোনির সঙ্গে এসে হাত মেলান।
আরও পড়ুন: 'শোলে ২ আসছে', জয়-ভীরু এবার হার্দিক পান্ডিয়া এবং ধোনি? ব্যাপারটা কী?
গত আইপিএলে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস। এবার তাই আগেভাগেই প্র্যাকটিস শুরু করেছেন মাহি। এদিন সকালে ধোনির সঙ্গে একটি ছবিও শেয়ার করেন T20 টিমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।