ভারতীয় ক্রিকেটে শুরু হল গুরু গম্ভীর যুগ। শ্রীলঙ্কা যাওয়া আগে সোমবার মুম্বইয়ে ভারতীয় কোচ হিসাবে প্রথম সাংবাদিক বৈঠক করলেন তিনি। জানালেন বিরাটের সঙ্গে সম্পর্কের কথা। উঠল টি-টোয়েন্টি ক্রিকেটে কেন বাদ হার্দিক পান্ডিয়া, সেই প্রসঙ্গ। তাতে সংবাদমাধ্যমকে জবাব দিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর।
রোহিত-বিরাট-জাডেজা পরবর্তী সময়ে এই শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে চমক অধিনায়ক নির্বাচন। হার্দিক পান্ডিয়ার বদলে এই সিরিজে অধিনায়ক সূর্য কুমার যাদব। এই প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকরের যুক্তি, তাঁরা এক দিনে অধিনায়ক নির্বাচক করেননি। অনেক দিন ধরে আলোচনা হয়েছে। সাজঘর থেকে খবর নিয়েছেন। তার পরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভাবা হয়েছে।
দু বছরের মধ্যে আরও একটা বিশ্বকাপ। ঘরের মাঠেই সেই বিশ্বকাপ খেলবেন বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে, হার্দিককে সরিয়ে সূর্যকে টি-টোয়েন্টি অধিনায়ক করার পিছনে আগারকরের দাবি, তাঁদের হাতে এখনও দু বছর সময় রয়েছে। আর এই দু বছরকে অনেকটা সময় বলেই মনে করছেন প্রাক্তন। তাঁরা একটু আলাদা ভাবে দেখতে চাইছেন। তাই তাঁরা এমন কাউকে চাইছিলেন যাঁকে সব সময় পাওয়া যাবে। আর সূর্যর মধ্যে একজন সফল ক্যাপ্টেন হওয়ার সব কোয়ালিটি রয়েছে বলেও এদিন দাবি করেছেন আগারকর।
দ্বীপরাষ্ট্রের এই সফরে টি-টোয়েন্টির পাশাপাশি একদিনের সিরিজ খেলবে ভারত। কলম্বো যাওয়ার আগে ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর দৃষ্টিভঙ্গি খুব সহজ। প্লেয়ারদের স্বাধীনতা দিতে হবে। তিনি তাতে বিশ্বাসী। সেরা সম্পর্ক বিশ্বাস থেকে গড়ে ওঠে। তিনি সব সময় প্লেয়ারদের পাশে থাকবেন।