আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয়টি ছক্কা মেরে নয়া রেকর্ড গড়লেন নেপালের ক্রিকেটারের দীপেন্দ্র সিংহ ঐরি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। পরে এই রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। এবার তাঁদের সঙ্গে নাম জুড়ল দীপেন্দ্র সিংহ ঐরির।
এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছেন দীপেন্দ্র। যদিও এই প্রথম নয়, এর আগেও ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ছয়টি ছক্কা মেরেছিলেন দীপেন্দ্র। যদিও সেটি এক ওভারে নয়। সেই কারণে রেকর্ড গড়তে পারেননি তিনি।
আরও পড়ুন - চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে রোহিত, চালালেন টিমের বাস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দীপেন্দ্র তৃতীয় ব্যাটার যিনি এই রেকর্ড গড়েছেন। তবে যুবরাজ ও পোলার্ডের থেকে কম বয়সে এই কীর্তি করেছেন দীপেন্দ্র। আর সব ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীপেন্দ্র পঞ্চম ক্রিকেটার যিনি এই রেকর্ড গড়লেন।