বলা হয় প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন তাঁকে আবার ধাক্কা খেয়ে নতুন করে শিখতে হয়। গত বছর ভারতের মাটিতে ৫০ ওভার বিশ্বকাপের আগেও এমনই এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে সমালোচকদের জবাব দিয়েছিল কিং কোহলির ব্যাট।
তাঁর ব্যাটে এই সুখের সময় দেখা গিয়েছিল সম্প্রতি ক্যারিবিয়ান মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও। প্রাক্তনদের দাবি, গত কয়েক মাসে একটা বিষয় লক্ষ্যণীয়, তা হল সাদা বলের ক্রিকেটে বারবার কথা বলেছে বিরাটের ব্যাট। প্রশ্ন হচ্ছে লাল বল নিয়ে ?
ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজেই রান পাননি কোহলি। ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি। কিন্তু এবার ডাউন-আন্ডারে তাঁর কাঁধে বিরাট দায়িত্ব বলেই দাবি করছেন প্রাক্তনরা।
পার্থে প্রথম টেস্টের আগে একবার ফিরে দেখা টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে। ২০১১ সালে অভিষেকের পর এখনও পর্যন্ত ১১৮টি ম্যাচ খেলেছেন কোহলি। ২০১টি ইনিংসে তিনি অপরাজিত ১২ বার। ৯০৪০ রানে তাঁর সর্বোচ্চ অপরাজিত ২৫৪। যা এসেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিরাট ব্যাটে গড় ৪৭.৮৩। ২৯টি শতরানের সঙ্গে কেরিয়ারে রয়েছে ৩১টি হাফ সেঞ্চুরি। ২০২৩ সালের ২১ জুলাই লাল বলের ক্রিকেটে শেষ শতরান করেছিলেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২১ রান করেছিলেন কোহলি।
এই পার্থে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে শেষবার শতরান করেছিলেন কিং কোহলি। এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২৫টি ম্যাচ খেলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৪৪টি ইনিংসে তিনি অপরাজিত মাত্র একবার। গড় ৪৭.৪৮। সর্বোচ্চ ১৮৬ রান। অজিদের বিরুদ্ধে তাঁর শতরান ৮টি। হাফসেঞ্চুরি রয়েছে পাঁচটি।
গত ১২ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা জার্সিতে বিরাটের রান স্বস্তি দিতে পারে টিম ইন্ডিয়াকে। এখনও পর্যন্ত অজি-ভূমিতে ১৩টি ম্যাচ খেলছেন কোহলি। ২৫টি ইনিংসে কোনও ম্যাচে তিনি অপরাজিত নন। অস্ট্রেলিয়ার মাঠে তাঁর রান ১৩৫২। গড় ৫৪.০৮। ছটি শতরানের মধ্যে ডাউন-আন্ডারে বিরাট ব্যাটে সর্বোচ্চ ১৬৯ রান। এরসঙ্গে রয়েছে চারটি হাফসেঞ্চুরি।
এই পরিসংখ্যানের পরেও সাম্প্রতিক সময়ে বিরাটের লাল বলের ফর্ম সবাইকে চিন্তায় রেখেছে। একজন কিন্তু কিং কোহলিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। তিনি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ইতিমধ্যেই তিনি ঘোষণা করছেন, অস্ট্রেলিয়া সাবধান, এবার রাজা মাঠে নামছেন, আর এই সিরিজ বিরাট কোহলির।