সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির লড়াই (Sourav Ganguly and Virat Kohli Fight) নিয়ে উঠে এল নতুন তথ্য। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিস্ফোরক সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন বিরাট (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ (South Africa Test Series) হারের পরই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেন তিনি। বোর্ডের অন্দরমহলের খবর, বর্তমানে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও বিরাট কোহলির সংঘাত চরমে পৌঁছেছে।
কী ভাবে শুরু হয়েছিল সৌরভ ও বিরাটের লড়াই
টি২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন বিরাট কোহলি। বোর্ডের কাছে অনুরোধ করেন তিনি। বোর্ড সম্মতি দেয়। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে একসঙ্গে দুজন অধিনায়ক থাকলে আপত্তি তোলে বোর্ড। রোহিত শর্মাকে ওয়ানডে ও টি২০ ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করে বোর্ড। তাতেই রেগে যান বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বোর্ডের পরামর্শ না নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।
আরও পড়ুন: আইপিএলে মুম্বইয়ের স্পনসর হল স্লাইস, রেকর্ড ১০০ কোটি টাকার চুক্তি
কেন বিরাট কোহলির ওপর রেগে যান সৌরভ গাঙ্গুলি
ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের সাংবাদিক বৈঠকে খুবই ভেঙে পড়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট ঘুরিয়ে সৌরভ ও নির্বাচকদের মিথ্যে বলার অভিযোগ তোলেন।
বিরাটের অভিযোগের পরেও কেন প্রতিবাদ করেননি সৌরভ
ওই সাংবাদিক বৈঠকের পর সঙ্গে সঙ্গে বিরাটকে শো-কজ করার কথা ভেবেছিলেন সৌরভ। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বোর্ড সচিব জয় শাহ সৌরভকে আটকান, কোনও পদক্ষেপ করতে বারণ করেন। গোটা সিরিজে বোর্ডের কোনও নেতিবাচক সিদ্ধান্তে টিমের পারফরম্যান্সের ক্ষতি হতে পারে। তাই বিরাটের বিরুদ্ধে মুখ খোলেননি সৌরভ। টেস্ট সিরিজে হারের পর আকষ্মিকভাবে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। যার ফলে শেষ হয়ে যায় 'বিরাট পর্ব'। দেশে কোনও ফরম্যাটেই আর অধিনায়ক নেই বিরাট কোহলি।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু করবে ভারত