এবার নিউজিল্যান্ড (New Zealand) শিবিরে কোভিডের থাবা (Covid 19)। আক্রান্ত অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পাঁচ দিন তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন আক্রান্ত হলেও দলের বাকি ক্রিকেটাররা আপাতত সুস্থ। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান, বাকিদের রিপোর্ট নেগেটিভই এসেছে। বৃহস্পতিবার সামান্য উপসর্গ ধরা পড়ে উইলিয়ামসনের। অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা যায় কোভিডে আক্রান্ত নিউজিল্যান্ড অধিনায়ক।
আরও পড়ুন: মিলার ও ডাসেনের বড় ইনিংস, প্রথম ম্যাচে ৭ উইকেটে হার টিম ইন্ডিয়ার
বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা শিবিরেও হানা দিয়েছে কোভিড। ভারতের বিরুদ্ধে নামার আগে জানা যায়, আক্রান্ত হয়েছেন আইডেন মারক্রম। টিমের অন্য ক্রিকেটাররা কেউ আক্রান্ত হননি। এবার নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনও কোভিডে আক্রান্ত হলেন।