বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে তুলে দিলেন কিউইরা। একসঙ্গে টুর্নামেন্টে একযোগে বিদায় করে দিল বাংলাদেশ এবং পাকিস্তানকে। ফলে গ্রুপ-এ-তে আগামী দুটি ম্যাচ এখন নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বধে রাচিনের অবদান ১০৫ বলে ১১২ রান।
ফলে যা দাঁড়াল, তাতে আগামী রবিবার দুবাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল একাধিক পরিবর্তনের সুযোগ পেয়ে গেলে ভারতের কোচ গৌতম গম্ভীর। সেমিফাইনালের আগে এই ম্যাচে মহম্মদ শামি এবং রোহিত শর্মাকে বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কী কী পরিবর্তন হতে পারে ভারতীয় দলে ?
ভাইরাল ফিভার সারলে কিউইদের বিরুদ্ধে দুবাইয়ে মাঠে ফিরতে পারেন ঋষভ পন্থ। শামির জায়গায় দলে নেওয়া হতে পারে আর্শদীপ সিংকে। খেলানো হতে পারে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে। দেখা হতে পারে ওয়াশিংটন সুন্দরকে।
কিন্তু কী করল পাকিস্তান ?
গত পাঁচ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জিগির তুলে। পঞ্চমীর দিনেই তাঁদের বিসর্জন হয়ে গেল। ইতিমধ্যে আয়োজকদের বিদায় নিয়ে শুরু হয়ে গিয়েছে অনেক কথা। খলনায়ক করা হয়েছে সেই বাবর আজমকে। কার্যত শূলে চড়ানো শুরু হয়ে গিয়েছে মহম্মদ রিজওয়ানকে।
আর বাংলাদেশে...
নাজিমূল হোসেন শান্তর ভবিষ্যৎ হয়তো ঢাকা ফেরার আগেই শেষ হয়ে যাবে। নতুন অধিনায়কের খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার আগে বর্তমান প্রেক্ষাপটে দুই বন্ধুর ম্যাচ দেখার জন্য তৈরি হচ্ছে রাওয়ালপিন্ডি। শোয়েব আখতারের মাঠে কে কাকে পয়েন্ট দেবে, সেই দিকেই তাকিয়ে এখন ক্রিকেট দুনিয়া।