বিশ্বকাপ জমিয়ে দিল বৃষ্টি। শনিবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেয়ে এখন আরও চাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কারণ এদিনে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে নিউজিল্যান্ড। ফলে পরিস্থিতি এখন টানটান। নিউজিল্যান্ড সেমিফাইনাল যাচ্ছেই। কিউইদের সঙ্গী কে হবে, তা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় জল্পনা।
এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানেকে হারিয়েছে ইংল্যান্ড। কিন্তু পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরেছে জস বাটলাররা। তৃতীয় ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়। তিন ম্যাচে তাঁদের পয়েন্ট মাত্র ৩। নেট রানরেট +০.২৩৯। গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও তাদের পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। জস বাটলারদের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৩। নেট রানরেট +০.২৩৯। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও এখনও নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলা বাকি। তাই এখনও স্বস্তিতে নেই ইংল্যান্ড।
আয়ারল্যান্ডের নীচে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। ইংল্যান্ডের সঙ্গে তাদের তৃতীয় ম্যাচ ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে তাদেরও পয়েন্ট ৩। নেট রানরেটে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নীচে তারা। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৫৫৫।
গ্রুপে পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। তিন ম্যাচের মধ্যে এক মাত্র একটি ম্যাচই জিতেছে তারা। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের কাছে হেরেছে তারা। তিন ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। তাদের নেট রানরেট -০.৮৯০। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জেতেনি আফগানিস্তান।