আইপিএলের মেগা নিলামের জন্য ধীরে ধীরে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রতিটি দল। এর মধ্যেই জোর জল্পনা ২৫ কোটির মিচেল স্টার্ক এবং কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাকে নিয়ে।
গত মরশুমে প্রথম থেকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্টার্ক। যদিও শেষে নিজের জাত চিনিয়েছিলেন। তবে, শোনা যাচ্ছে, স্টার্ক পর্বে ইতি টানতে চাইছে কেকেআর। যার কারণ রয়েছে দুটি। প্রথমত, স্টার্ক চোটপ্রবণ। বয়সও বাড়ছে। দ্বিতীয়ত, স্টার্কের জন্য গত মরশুমের মতো এই মরশুমে আর এত টাকা খরচা করতে চায় না কলকাতা।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে নাকি আগামী মরশুমে নাকি মাঠে নামতে দেখা যাবে না ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাকে। কারণ রানা একেবারেই ধারাবাহিক নন। শ্রেয়াসের চোটের সময় তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন বটে। কিন্তু, এই চোটের কারণেই রানাকে হয়ত রাখতে চাইছে না কেকেআর টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, কলকাতার সঙ্গে সম্পর্ক ছেদ হতে পারে রিঙ্কু সিংয়ের। তাঁকে নাকি আগামী মরশুমে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের কলকাতা। শোনা যাচ্ছে, আইপিএলের নিলামে 'রাইট টু ম্যাচ' কার্ড থাকলে রিঙ্কুকে ধরে রাখতে পারে কলকাতা। তা না হলে রিঙ্কুর কেকেআরে থাকার সম্ভাবনা ক্রমশ কমছে।