ওড়িশার মহিলা দলের (Odisha Woman Cricketer) হয়ে ক্রিকেট খেলতেন। ট্রেনিং ক্যাম্পে গিয়ে সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তরুণী। শুক্রবার কটকের গভীর জঙ্গল থেকে উদ্ধার হল দেহ। মৃত ক্রিকেটারের নাম রাজশ্রী সোয়াইন। বয়স ২৬। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী পুরী জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রাজশ্রী। শুক্রবার কটকের আথাগড় গুরুদিজাটিয়া জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা, খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ধোনিকে সরাতে চেয়েছিলেন বিরাট! শান্ত করেছিলেন রবি শাস্ত্রী, জানালেন দলের ফিল্ডিং কোচ
পুদুচেরীতে জাতীয় স্তরের টুর্নামেন্ট। তাই ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের পক্ষ থেকে ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিতে আসেন রাজশ্রী। রাজ্যের ১৬ সদস্যের টিমে জায়গা করতে পারেননি বলে খবর।