রবিবার রাজধানীর রাস্তায় কুস্তিগিরদের টেনে-হিঁচড়ে আটক করেছে দিল্লি পুলিশ। শেষ পাওয়া খবর পর্যন্ত, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ। রবিবার সকালে যন্তর-মন্তর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের ধর্না মঞ্চ। এবার এই ঘটনায় মুখ খুললেন অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। টুইট করে নিজের মতামত জানালেন নীরজ।
এদিন টুইট করে নীরজ লেখেন, "এই ছবি দেখে ব্যথিত হয়েছি। অন্যভাবেই বিষয়টা সামলানো যেত।" এদিন নতুন সংসদ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে যাচ্ছিলেন কুস্তিগিররা। সেই সময়ই তাঁদের টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে আটক করে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে তাদের তাবু, কম্বল, প্রয়োজনীয় জিনিসও সরিয়ে দিয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
কয়েকমাস ধরেই যন্তর-মন্তরে ধর্না চালাচ্ছিলেন কুস্তিগিররা। রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন তাঁরা। তাঁর গ্রেফতারের দাবি করেন কুস্তিগিররা।