শনিবার ইডেনে নামছে কলকাতা। এদিনই জন্মদিন কেকেআরের অন্যতম সদস্য আন্দ্রে রাসেলের। গত ম্যাচে বল হাতে সাফল্য পেয়েছেন। জিতিয়েছেন টিমকে। জন্মদিনের দিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবেন। তার আগে নিজের টিম কলকাতাকে ধন্যবাদ জানালেন রাসেল।
ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্রিকেটার আন্দ্রে রাসেল। জন্মদিনে আবেগপ্রবণ হয়ে গিয়ে রাসেল জানান, কেকেআর তাঁর কাছে স্পেশাল। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে এতটা সম্মান দেয়নি। এমন কী, তাঁর দেশও তাঁকে এই সম্মান দেয়নি। জানালেন আন্দ্রে রাসেল। গত ম্যাচে ২ উইকেট তুলে নিয়েছেন। গুজরাত ম্যাচে ব্যাটিংয়ে টিমকে সাহায্য করতে চান তিনি।
২০১৯ বিশ্বকাপে হাঁটুতে চোট পেয়ে বাদ পড়েছিলেন। এরপর থেকে জাতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পাননি রাসেল। দলের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা রাসেল, তা নিয়ে ধন্দ আছে।