আইপিএলে রবিবার নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিনই জন্মদিন অধিনায়ক রোহিত শর্মার। ৩৫ বছরে পা রাখলেন রোহিত। এই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে সাফল্যের শিখরে উঠেছেন তিনি। হয়েছেন ভারত অধিনায়কও। জন্মদিনে ফিরে দেখা রোহিত শর্মার বেশ কিছু রেকর্ড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের ইনিংস আসে রোহিতের ব্যাট থেকে। সেই রেকর্ড এখনও অক্ষত। ওয়ানডে ক্রিকেটে ওই রান কেউ করতে পারেননি। ওই ইনিংসে ১৮৬ রান এসেছে শুধু বাউন্ডারি থেকেই। ৩৩টি চার মারেন রোহিত। যেটি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ড।
এক ক্যালেন্ডার বর্ষে রোহিত ৭৮টি ছয় মেরেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিও সর্বাধিক রেকর্ড। মুম্বই ইন্ডিয়ান্সকে ৫টি ট্রফি এনে দিয়েছেন তিনি। ১০ বছর ধরে আইপিএলে দলকে নেতৃত্বে দিয়েছেন রোহিত।