বিশ্বকাপের শুরুর ম্যাচে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বেশির ভাগ আসনই ফাঁকা ছিল। যা দেখে অনেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা করেছিলেন।
মাত্র মাসখানেকের মধ্যেই বদলে গেল ছবি। পরের দিকে এই বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে রীতিমতো ধুন্ধুমার বেধে গিয়েছিল কলকাতায়।
আর তারপরেই সামনে এল এক পরিসংখ্যান যা রীতিমতো চক্ষু ছানাবড়া করে দিয়েছে নিন্দুকের। যে পরিসংখ্যান বলছে,ইতিমধ্যেই ১০ লক্ষ সমর্থক মাঠে গিয়ে বিশ্বকাপ উপভোগ করেছেন। যা কি না রেকর্ড।
আরও পড়ুন - মিচেল তাণ্ডবে বিধ্বস্ত বাংলাদেশ, বিশ্বকাপে মার্শ অপরাজিত ১৭৭
এখনও বাকি রয়েছে সেমিফাইনাল ফাইনালের মতো লড়াই। ফলে আগামীদিনে দর্শক সংখ্যা আরও বাড়বে বলেই আন্দাজ করা যায়। মাঠের দর্শকসংখ্যায় নয়, ঘরে বসে টেলিভিশন বা মোবাইলেও এবার বিশ্বকাপ দেখছেন রেকর্ড সংখ্যক মানুষ। সব রেকর্ড ভেঙে ফেলেছে হটস্টার।