মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগেই বড়দিনে অনেকের মন জিতে নিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ অনুশীলন চলাকালীন বড়দিনের শুভেচ্ছা জানাতে উপহার সহ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে পৌঁছে গেলেন বাবর আজম, মাসুদ সহ অনেকেই। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিভিন্ন ধরনের চকলেটও দেন তাঁরা।
মঙ্গলবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে সোমবার দুই দলেরই প্র্যাকটিস সেশন চলছে। বড়দিনের শুভেচ্ছা জানানোর ছবি প্রকাশ হতেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
এবিষয়ে প্যাট কামিন্স বলেন, "এটা খুবই ভালো লেগেছে। ছোটোদের জন্য বড়িদিনের উপহার এবং ললিপপ দিয়েছে। যা খুব ভালো ছিল। পাকিস্তানের দিক থেকে আমরা খুব আন্তরিকতা পেয়েছি।"