১৯৯২ বিশ্বকাপ। ফাইনালে ইংল্যান্ড বনাম পাকিস্তান। এবার বিশ্বকাপ যেন ৩০ বছর আগের কথাই মনে করিয়ে দিচ্ছে। সেবার বিশ্বকাপেও টুর্নামেন্টে প্রথম থেকে নড়বড়ে ছিল পাকিস্তান। এবারও প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হার। মনে করা হচ্ছিল, এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে পাকিস্তান। কিন্তু তা হয়নি। এবার কি ইমরানের পদাঙ্ক অনুসরণ করতে পারবেন বাবর আজম!
১৯৯২। সে বছর বিশ্বকাপে একাই খেলেছিলেন ওয়াসিম আক্রম। ফাইনালে ক্রিস লুইসের উইকেট নাড়িয়ে দেন বাঁ-হাতি পেসার। অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ-কে নাড়িয়ে দেন মুস্তাক আহমেদ। ২৪৯ রান তাড়া করতে নেমে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
এবার বিশ্বকাপ যেন বাবর আজমদের তেমনই লড়াই। এবার বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে হার। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১ রানে হার। কেউই মনে করেনি পাকিস্তান ফাইনাল পর্যন্ত যেতে পারবে। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের দুর্ধর্ষ ফর্মে জেতে পাকিস্তান। ফাইনালে ইংল্যান্ডকে হারাতেও তৈরি সবুজ ব্রিগেড।