সমালোচনা, বিতর্ক, সব কিছু দূরে সরিয়ে রেখে, T20 বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে জিতে ফিরল পাকিস্তান। যদিও আয়ারল্যান্ডের ১০৭ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারাতে হয় পাক শিবিরকে। ৩৪ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক বাবর আজম।
ফ্লোরিডার যে মাঠে পরপর দুটি ম্যাচ বাতিল হল, সেই মাঠেই খেলা ছিল পাকিস্তানের। খেলা আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। শনিবারই এই মাঠে ভেজা আউটফিল্ডের জন্য ভারতের ম্যাচ ভেস্তে যায়।
এদিন এই মাঠে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১০৬ রানে অলআউট হয়ে যায়। তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ৮ রান দেন ওয়াসিম। ২ উইকেট মহম্মদ আমিরের। হ্যারিস রাউফও একটি উইকেট পান।