আগামী বছর পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দিনক্ষণ সামনে এল। তবে ভারত যে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে।
২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায় ভারত। কিন্তু শেষ মুহূর্তে বিসিসিআইয়ের আপত্তিতে ভারতের ম্যাচের ভেন্য়ু বদলে যায়। পাকিস্তান নিজেদের দেশের মাটিতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হতে পারে ৯ মার্চ।
তবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন ঘুরছে। ভারত-পাক সম্পর্কের উন্নতি হয়নি এখনও। আগামী বছরেও যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাবে ভারত, সেই সম্ভাবনা ক্ষীণ।