আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপে (Asia Cup 2023) ডান কাঁধে চোট বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকে ছিটকে দিল পাক পেসার নাসিম শাহকে। শুক্রবার বিশ্বকাপের জন্য পাকিস্তান দল (Pakistan) ঘোষণা করতে বসে নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক জানিয়েছেন, শাহিনশা আফ্রিদি নন, বিশ্বকাপে বাবরের ডেপুটি শাদাব খান।
ফলে, আপাতত ডামাডোল কাটিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। ১৪ অক্টবর আমেদাবাদে তাঁদের প্রতিপক্ষ ভারত। মূলত চার পেসার নিয়ে ভারতে আসছেন বাবর। আহত নাসিম শাহের বদলি হিসেবে পাক দলে ফিরেছেন হাসান আলি।
এক নজরে দেখে নেওয়া যাক আর কে কে রয়েছে এই দলে
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ব্যাটিং বিভাগে ফখর জমন, ইমাম উল হক,আবদুল্লা শফিক, আঘা সলমন, ইফতিখর আহমেদ, উইকেট সামলাবেন মহম্মদ রিজওয়ান।
আরও পড়ুন - টসের অপেক্ষায় মোহালি, বিশ্বকাপের আগে চ্যালেঞ্জ অশ্বিনের কাছে
স্পিন বিভাগ সামলাবেন সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, উসামা মির,পেসার রয়েছেন হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। রিজার্ভ দলে থাকবেন মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জমন খানকে