রবিবার এশিয়া কাপে মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। এখনও পাকিস্তান টিমের ত্রাস বিরাট কোহলি। এশিয়া কাপে যতবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান, ততবারই বিরাটের ব্যাট থেকে বড় রান এসেছে। রবিবার ম্যাচে নামার আগে সেই কথাই মনে করালেন পাক অলরাউন্ডার শাদাব খান।
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে নামার আগে শাদাব বলেন, "বিরাট কোহলি লেজেন্ড। ওর পারফরম্যান্স এখনও ভাল। কিন্তু ও ক্রিকেটের যে মান তৈরি করেছে, তার ফলে মানুষের মনে হচ্ছে, ও পারফর্ম করছে না। আবার ফর্মে ফিরে সেঞ্চুরিও করবে। আমাদের বিরুদ্ধে আশা করি বিরাট সেঞ্চুরি করবে না।"
আরও পড়ুন: রবিবার ভারত-পাকিস্তান মহারণ, গত T20 বিশ্বকাপে হারের বদলা নিতে নামবে রোহিত ব্রিগেড
এবার পাকিস্তান টিম অন্যবারের থেকেও বেশি মজবুত। শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও প্রতিপক্ষের চিন্তার কারণ। টিমের অন্যতম সেরা ওপেনিং জুটি অধিনায়ক বাবর আজম নিজে। সঙ্গে আছেন মহম্মদ রিজওয়ান। গত T20 বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে এই জুটির পারফরম্যান্সেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া তিন নম্বরে ব্যাট করতে নামার কথা ফাখার জামনের। এই ব্যাটসম্যানকেও নিয়েও চিন্তা থাকবে ভারতীয় শিবিরে।
এবার পাকিস্তানের মিডল অর্ডারের অভিজ্ঞতা অনেকটাই কম। আছেন হায়দার আলি, ইফতিকার আহমেদ ও আসিফ আলির মতো তরুণ ক্রিকেটার। বোলিং বিভাগ বরাবারের মতো এবারও মজবুত পাকিস্তানের। তবে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন মহম্মদ নাসিম। এছাড়া থাকতে পারেন হরিশ রাউফ ও মহম্মদ হাসনেইন ও শাহনাজ দাহানি।