বুধবার রাতেই ভারতে এসেছে পাক ক্রিকেট দল (Pakistan Cricket Team)। নিজামের শহর হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি পাক দলের মেনুতেও (Pakistan Team's Food Menu) কোনও খামতি রাখেনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। পাতে গো-মাংস না থাকলেও বাবরদের রসনার তৃপ্তির জন্য বেশ যত্নবান ভারত।
কী কী রাখা হয়েছে মেনুতে?
হায়দরাবাদে পৌঁছতেই পাক দলের মেনুতে ছিল সুস্বাদু হায়দরাবাদি বিরিয়ানি। কিন্তু শুধু বিরিয়ানি খেয়ে তো আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামা যাবে না। তাই তাঁদের জন্য রয়েছে বিশেষ মেনু। যেখানে রয়েছে মুরগির মাংস (চিকেন), খাসির মাংস (মটন), ভেড়ার মাংস, বিভিন্ন ধরনের মাছের পদ এবং স্যালাড।
আরও পড়ুন - 'হ্যালো ভারত', টুইট পাক তারকা ফাখর জমানের, প্রথম ট্রেনিংয়ে নামল পাকিস্তান
তবে, শুধু মাছ, মাংস, স্যালাড নয় ডায়েটে কার্বোহাইড্রেটও প্রয়োজন। সেই কারণেই পাকিস্তান দল স্টেডিয়াম ক্যাটারারের কাছে বাসমতি চালের ভাত, বোলোনিজ সস স্প্যাগেটি এবং শেন ওয়ার্নের প্রিয় নিরামিষ পোলাও চেয়েছে।