পাঁচবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। সেই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হঠাৎ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত টপিক, রোহিত বনাম হার্দিক। এবার সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পার্থিব প্যাটেল।
জিও সিনেমায় পার্থিব বলেন,"রোহিত শর্মা সব সময় বড় দলের ক্রিকেটারদের সঙ্গে থাকেন। জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াই এর বড় উদাহরণ। খারাপ পারফরম্যান্স বুঝতেই দেন না রোহিত। বুমরার উপর এক বছর বিশ্বাস রেখেছিল রোহিত। ২০১৬ সালে বুমরার পারফরম্যান্স অন্যরকম হয়ে গিয়েছিল।"
হার্দিক পান্ডিয়ার উদাহরণও দেন পার্থিব। তিনি বলেন, "২০১৫ সালে মুম্বই যোগ দেন হার্দিক। ২০১৬ সাল একেবারেই ভাল যায়নি। ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতেই পারত। কিন্তু রোহিত সেটা হতে দেয়নি।"
এদিকে প্রথম দিন মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া। লেখেন, "প্রথম দিন, অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে। আগামীর জন্য মুখিয়ে আছে। এবার কাজে লেগে পড়া যাক।"