২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএলের মিনি অকশন। তার আগে সুখ দুঃখ, দুই ঘটনাই চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একদিকে যেমন শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটারকে নাইটরা ঘরে এনেছেন, তেমনই মঙ্গলবার তাদের হাত থেকে বেরিয়ে গেলেন প্যাট কামিন্সের মতো তারকা ক্রিকেটার। এরআগে কেকেআর ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আর এক বিদেশি স্যাম বিলিংস।
মঙ্গলবার টুইট করে কামিন্স জানিয়েছেন, তিনি আর আইপিএল খেলবেন না। খুব কঠিন হলেও এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। কারণ, আগামী একবছর অস্ট্রেলিয়ার হয়ে তাঁকে অনেক ক্রিকেট খেলতে হবে। তাই অ্যাশেজ ও বিশ্বকাপের আগে তিনি বিশ্রাম নিতে চান। গত বছর ৭ কোটির বেশি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ককে কিনেছিল শাহরখ খানের দল। কিন্তু গত বছর মোটেই আহামরি ছিল না কামিন্সের পারফরম্য়ান্স। কামিন্সের সুর সোমবারই শোনা গিয়েছিল বিলিংসের গলাতেও।
দুই বিদেশি চলে গেলেও শার্দুলকে দলে নিয়ে চমক দিয়েছে কেকেআর। দিল্লি থেকে এবার কলকাতায় খেলবেন শার্দুল। গত বছর তাঁকে ১০ কোটির বেশি টাকায় কিনেছিল দিল্লি। গত বছর আইপিএলে ১৫টি উইকেট ছিল শার্দুলের। অনেকেই তাঁকে নিতে আগ্রহী ছিল। কিন্তু বাজিমাত করল কেকেআর।