ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতবারের সংস্করণে খেলেননি। তাঁকে কিন্তু রেকর্ড দর দিয়ে কিনেছিল কলকাতা। এবার তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। লড়াই হবে, কিন্তু ২০ কোটির দর উঠবে, বুঝতে পারেননি প্যাট কামিন্স নিজেও।
এবার ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। নিলামের মাঝে কামিন্স জানান, T20 ক্রিকেটে তিনি সেরাটা দিতে পারেননি। নতুন সফরের জন্য উত্তেজনায় ফুটছেন বলেও জানান তিনি। আগামী বছর T20 বিশ্বকাপ। তাই আইপিএল খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানান প্যাট কামিন্স।
এবার আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে সর্বাধিক দর পান অজি অধিনায়ক। এরপর তাঁর দরকেও ছাপিয়ে যান অস্ট্রেলিয়ার তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক।