আইসিসির(ICC) আগামী বৈঠকে চারদলীয় সুপার লিগের(Super League) প্রস্তাব দেবেন পিসিবি(PCB) সভাপতি রামিজ রাজা(Ramiz Raja)। জানা গেছে, মূলত ভারত-পাক ক্রিকেট(Cricket) দ্বৈরথ চালু করার জন্যই এই উদ্যোগ।
পাকিস্তান(Pakistan) বোর্ড সভাপতি টুইটে জানিয়েছেন, পাকিস্তান(Pakistan), ভারত(India), অস্ট্রেলিয়া(Australia) এবং ইংল্যান্ডকে(England) নিয়ে এই টি-টোয়েন্টি(T20) সুপার সিরিজ প্রতিবছর চলুক। এই চারটি দেশ পর্যায়ক্রমে প্রতিযোগিতার আয়োজন করুক বলেও জানিয়েছেন রামিজ(Ramiz Raja)।
তিনি আরও জানান, এই সিরিজের মাধ্যমে উঠে আসা অর্থ একটি পৃথক রাজস্ব মডেলে আইসিসির(ICC) অন্যান্য সদস্যদের সঙ্গে শতাংশের ভিত্তিতে ভাগ করা হবে।
২০২১ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে(ICC T20 World Cup) ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগেই দু'দেশের মধ্যে খেলা বন্ধ নিয়ে সোচ্চার হয়েছিলেন রামিজ রাজা(Ramiz Raja)।
উল্লেখ্য, ২০১২-১৩ মরসুমে ভারতের(India) মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের পর দু'দেশের মধ্যে ক্রিকেট একেবারে বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক সম্পর্ক(Political relation) খারাপ হওয়ার পাশাপাশি সীমান্ত সমস্যা(Border issue) এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।