আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi) বর্ডার-গাভাসকর (BGT 2023) ট্রফির শেষ টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন খেলা শুরুর আগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই (BCCI)। সেখানেই মাঠে নেমে বিরাট-রোহিতদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে প্রথা মাফিক জাতীয় সংগীতে গলা মেলান তিনি। যা হৃদয় ছুঁয়েছে সকলের। মুহূর্তেই ভাইরাল ওই ভিডিয়ো দেখে মন ভরেছে নেটিজেনদের।
বৃহস্পতিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়। তাঁর সফর সঙ্গী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের ক্রিকেটীয় সম্পর্কের উদযাপন করা হয় এই স্টেডিয়ামে। মোদী-অ্যালবানিজ মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করে আলাপচারিতা সারেন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। টিমে ফিরেছেন মহম্মদ শামি। বাকি টিম অপরিবর্তিত আছে ভারতের। ইন্দোরে হারের ধাক্কা কাটিয়ে এই টেস্টে জিতলেই সিরিজ জিতে যাবে ভারত।
আরও পড়ুন - জোড়া গোলে হেরে পিএসজির বিদায়, চ্যাম্পিয়ন্স লিগ অধরা রইল মেসির
এদিকে এই ম্যাচ সিরিজের সমতা ফেরানোর লড়াই অস্ট্রেলিয়ার। ইন্দোরের পর এই টেস্ট থেকে ঘুরে দাঁড়াতে চায় তাঁরাও। আমেদাবাদে বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া।