আইপিএলের (IPL) ম্যাচ চলাকালীন ইডেনের (Eden Gardens) গ্যালারিতে বসেই চলছিল বেটিং। শেষপর্যন্ত পুলিশি তৎপরতায় ভেস্তে গেল সেই বেটিংচক্র। সেই ঘটনায় গ্যালারি থেকে পুলিশ গ্রেপ্তার করল ৩ যুবককে।
আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ইডেনের ভিতরেই চলছিল বেটিং চক্র। লক্ষ-লক্ষ টাকার অবৈধ লেনদেন হচ্ছিল। পুলিশি তৎপরতায় ভেস্তে গেল সেই বেটিং। গ্যালারি থেকে পুলিশ গ্রেপ্তার করল ভিনরাজ্যের ৩ যুবককে। তাদের জেরা করে আরও দুজনকে নিউ মার্কেট এলাকার একটি গেস্ট হাউজ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
LSG vs RCB IPL 2022: ইডেনে রাহুলের স্বপ্নভঙ্গ, আইপিএল থেকে বিদায় লখনউর, রজতের সেঞ্চুরিতে জয়ী আরসিবি
বুধবার ইডেনে লখনউ সুপার জায়েন্টের মুখোমুখি হয়েছিল ফাফ দুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ ঘিরে যথেষ্ট উত্তেজনা ছিল। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ । গ্যালারির এফ-ওয়ান ব্লকে তিন যুবক বেটিং চক্র চালাচ্ছিল। পুলিশ তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুজনের হদিশ পায় লালবাজার। ধৃতরা বিহারের দ্বারভাঙা এলাকার বাসিন্দা। তাদের নাম সুনীল কুমার, অনিকেত কুমার, ওবাদা খলিল, অমরকুমার মাহাতো এবং অজয় কুমার।