একদিকে গঙ্গাসাগর। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। এই দুয়ের মাঝেই বৃহস্পতিবার ইডেনে হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ। তারআগে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। এদিন ইডেন ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের বাকি পদস্থ কর্তারাও। এবং সিএবির কর্তারাও। সিএবি সভাপতি হিসাবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। রাত পর্যন্ত মেট্রো এবং লোকাল ট্রেন চলার প্রতিশ্রুতি আগেই পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে কোনও আপোষ করা হবে না।
এদিকে, লালবাজার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। মাঠে ঢোকা এবং বেরনোর ব্যাপারে বেশ কিছু নিয়ম লাগু করা হবে। বাজি, সিগারেট নিয়ে মাঠে ঢোকা যাবে না। মূলত ইডেনে আগের ম্যাচে যেমন নিরাপত্তা থাকে, এবারও কার্যত সেই নিয়মই লাগু থাকবে।
গুয়াহাটি ম্যাচ খেলেই বুধবার কলকাতায় আসবেন দু দলের ক্রিকেটাররা। বুধবারই সন্ধ্যায় হালকা গা ঘামাতে পারে ভারত ও শ্রীলঙ্কা। বিরাটদের জন্য কড়া হচ্ছে হোটেলের নিরাপত্তাও।