প্রত্যেক ক্রিকেটারের জন্য একই নিয়ম হোক। BCCI-এর উপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পেসার প্রবীন কুমার। জল্পনা ছড়িয়েছে, ঘরোয়া ক্রিকেট না খেলায় বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণ। প্রবীণ কুমার এই নিয়ে হার্দিক পান্ডিয়ার দিকে আঙুল তুলেছেন। তাঁর মতে, হার্দিক কি চাঁদ থেকে এসেছে!
গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ড জানিয়ে দেয়, ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। জাতীয় দলে না খেললে অবশ্য রঞ্জি বা বিজয় হাজারের মতো ট্রফিতে নামতেই হবে। বোর্ডের নির্দেশের পরেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন না ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। একাধিক রিপোর্টে দাবি, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই দুই ক্রিকেটার। এরপরই হার্দিককে নিয়ে প্রশ্ন তোলেন প্রবীণ কুমার।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল ও ফাইনালে খেলেছেন শ্রেয়স আইয়ার। কিন্তু ঝাড়খণ্ডের হয়ে একটিও ম্যাচে নামতে পারেননি ইশান কিষাণ।