৭৩তম প্রজাতন্ত্র দিবসে (73th Republic Day) ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসকে (Johnty Rhodes) বিশেষ বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এই বার্তায় ভারতের সঙ্গে তাঁদের 'গভীর সংযোগ'-এর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুই ক্রিকেটারই প্রধানমন্ত্রীর এই বার্তার উত্তর দিয়েছেন। পাশাপাশি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিস গেইল টুইটারে লেখেন, "সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পেয়ে ঘুম ভাঙে তাঁর। প্রধানমন্ত্রী আর সমগ্র ভারতবাসীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক, তার কথাও নিজের টুইটে উল্লেখ করেছেন গেইল।" জন্টি রোডসও টুইট করে জানান, তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা পেয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, প্রতিবারই ভারতে গিয়ে তিনি নতুন কিছু শিখেছেন। তিনি আরও লিখেছেন, "ভারতের সঙ্গে তাঁর গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস পালন করেছে। ভারতের সংবিধান প্রত্যেক ভারতবাসীর অধিকার নিশ্চিত করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, নীরজ, লভলিনাদের নিয়ে গড়ে উঠুক 'নতুন ভারত'
গেইল টুইটে লেখেন, "৭৩ তম প্রজাতন্ত্র দিবসের জন্য ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর মেসেজ পেয়ে ঘুম ভাঙল।যা প্রধানমন্ত্রী ও ভারতীয়দের সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছে তাঁকে। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।"