বিপাকে ক্রিকেটার পৃথ্বী শ (Prithwi Shaw)। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে একটি গ্রুপের সঙ্গে ছবি তুলতে আপত্তি করায় পৃথ্বীর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। এবার পাল্টা এক তরুণীর অভিযোগ, পৃথ্বী তাঁকে নির্যাতন করেছেন। পুলিশ সূত্রে খবর, সেই তরুণীকে গ্রেফতার করা হয়েছে।
একটি ভিডিয়োতে দেখা যায় পৃথ্বী শ-কে। মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনি। একদল ছেলেমেয়ে পৃথ্বীর একটি ভিডিয়ো, তাঁর মুভমেন্ট রেকর্ড করে। ভিডিয়োতে এক পুলিশকর্মীকেও দেখা যায়।
আরও পড়ুন: দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী শ, বন্ধুর গাড়ি ভাঙচুর একদল যুবকের
মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে পৃথ্বীর সঙ্গে সেলফি নিতে যায় একটি গ্রুপ। প্রথমবার সেলফি দেন তিনি। দ্বিতীয়বার ফের আসে ওই গ্রুপটি। তখন পৃথ্বী আপত্তি করেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এরপরই ওই গ্রুপ পৃথ্বীর বন্ধুর গাড়ি ভাঙচুর করেন। এরপর বাইরে বেরিয়েও ঝামেলা জারি থাকে।