দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে পৃথ্বী শ-এর (Prithwi Shaw) এক বন্ধুর গাড়িতে হামলার চালানোর অভিযোগ। অভিযুক্ত আট জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পৃথ্বী তাঁর বন্ধুর আশিস সুরেন্দ্র যাদবের সঙ্গে বুধবার একটি পাঁচতারা হোটেলে ডিনার সারতে গিয়েছিলেন। সেখানেই পৃথ্বীকে সেলফি নেওয়ার অনুরোধ করে একদল যুবক। প্রথমবার সেলফি তোলেন। কিছুক্ষণ পর ফের তারাই ফিরে আসে। ফের সেলফি তোলার অনুরোধ করে। পৃথ্বী এবার সেলফি তুলতে রাজি হননি। কিন্তু তারা জোর করতে থাকে। পৃথ্বীর বন্ধু আশিস হোটেলের ম্যানেজারকে ডেকে এনে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই হোটেলের বাইরে রাখা তাদের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: মুম্বইয়ে ক্লাবের বাইরে হাতাহাতি পৃথ্বী শ-এর! ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩৮৪, ৪৩৭, ৫০৪, ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।