বাংলাদেশ সফরে জায়গা পাননি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া টেস্টের আগে রঞ্জি ট্রফিতে অসাধারণ ট্রিপল সেঞ্চুরি করলেন পৃথ্বী শ। যার ফলে চিন্তা বাড়ল বোর্ডের নির্বাচক কমিটির।
অসমের বিরুদ্ধে প্রথম দিনই ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী। বুধবার সকালেই ত্রিশতরান করতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি তাঁকে। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেন পৃথ্বী। পৃথ্বীকে যোগ্য সঙ্গ দেন অজিঙ্কা রাহানেও। তিনিও সেঞ্চুরি করেন।
জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে বারবার আক্ষেপ করেছেন পৃথ্বী। ভাল ফর্ম থাকা সত্ত্বেও কেন সুযোগ পাননি, তা নিয়ে বোর্ডকেও কটাক্ষ করেছেন। আরও একবার ট্রিপল সেঞ্চুরি করে ফের বার্তা দিলেন বোর্ডের। অস্ট্রেলিয়া সফরে তাঁকে দলে রাখা হয় কিনা, সেদিকেই নজর থাকবে।