শিখর ধাওয়ানের ইনিংসে ইডেনে ঘুরে দাঁড়াল পঞ্জাব কিংস (PBKS)। এদিন ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakraborty)। আর ২ উইকেট হর্ষিত রানার (Harshit Rana)। ২০ ওভারে কেকেআরকে ১৮০ রানের টার্গেট পঞ্জাব কিংসের।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। শুরুতেই পঞ্জাব শিবিরকে ঝটকা দেন হর্ষিত। ফেরান প্রভাসিমরণকে ফেরান তিনি। তিন নম্বরে আসেন রাজাপক্ষ। খাতাই খুলতে পারেননি তিনি। কিন্তু টিকে যান ধাওয়ান। অধিনায়ক নীতিশ রানার ডেলিভারিতে ফেরেন তিনি। ৪ রানে ফেরেন স্যাম কুরানও।
আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ, আয়োজক দেশের দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা!
ঘরের মাঠে ১৮০ রানের লক্ষ্যমাত্রা খুব কঠিন নয়। তবে ওপেনিং জুটি সফল না হলে, সমস্যায় পড়তে পারে কেকেআর।