ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনে নজির গড়তে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অল্পের জন্য গড়তে পারলেন না মাইল ফলক। মাত্র ১ উইকেটের জন্য টেস্ট ক্রিকেটে ৫০০ তম উইকেট নিতে পারলেন না তিনি।
তবে এখনও সুযোগ রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের কাছে। তৃতীয় টেস্টে আর এক উইকেট নিলেই বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকার করে ফেলবেন তিনি। অশ্বিনের আগে ভারতীয় বোলারদের মধ্যে এখনও পর্যন্ত এই কৃতিত্ব রয়েছে কেবল মাত্র অনিল কুম্বলের।
আরও পড়ুন - টেস্ট সিরিজে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সমতা ফেরাল ভারত
যদিও ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক হাতছাড়া হলেও, আর একটি কৃতিত্ব অর্জন করেছেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে থ্রি লায়ন্সের বিপক্ষে বর্তমানে ৯৬টি উইকেট নিয়েছেন অশ্বিন।