দুঃস্থ শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন কেএল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। 'ক্রিকেট ফর চ্যারিটি' নামক এই বিশেষ আয়োজনের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার আয়োজন করলেন তাঁরা।
কী এই আয়োজন?
আসলে 'ক্রিকেট ফর চ্যারিটি' নামক একটি অনুষ্ঠানে নিলামের ব্যবস্থা করেছিলেন কেএল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। যেখানে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিংবদন্তী ক্রিকেটারদের ব্যবহার করা জার্সি , ব্যাট এবং গ্লাভস নিলাম তোলা হয়েছিল।
নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বিরাট কোহলির সই করা জার্সি। যেটির দাম উঠেছে ৪০ লক্ষ টাকা। আর বিরাটের সই করা গ্লাভসের দাম উঠেছে ২৮ লক্ষ টাকা।
রোহিত শর্মার সই করা ব্যাটের দাম উঠেছে ২৪ লক্ষ টাকা। আর রোহিতের সই করা গ্লাভস বিক্রি হয়েছে সাড়ে ৭ লক্ষ টাকায়। এছাড়াও রাহুল নিজের সই করা ব্যাটও নিলামে তুলেছিলেন।
রাহুলের ব্যাট নিলাম হয়েছে ৭ লক্ষ টাকায়। তাঁর সই করা জার্সির দর উঠেছে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও টুপি ৩ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যশপ্রীত বুমরার সই করা জার্সির দাম এই নিলামে উঠেছে ৮ লক্ষ টাকা।
এছাড়াও নিলামে উঠেছিল ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিনদের ব্যবহার করা একাধিক ক্রিকেট সামগ্রী। সব মিলিয়ে ১.৯৩ কোটি টাকা ওঠে।