গত ১২ মাসে তিনটি আইসিসি ফাইনাল। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ ও T20 বিশ্বকাপ। রাহুল দ্রাবিড় এই বার্বাডোজ থেকেই জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। সেমিফাইনাল শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে বার্বাডোজে যায় টিম ইন্ডিয়া। প্রথম দিন প্র্যাকটিস বাতিল হলেও পিচ দেখতে যান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।
গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে পিচ দেখা নিয়ে বিতর্ক তৈরি করে ব্রিটিশ মিডিয়া। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে। তার আগে কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে পিচ দেখে এলেন অধিনায়ক রোহিত শর্মা।
এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা টিমে একমাত্র বিধ্বংসী ব্যাটার হেনরি ক্লাসেন। সেমিফাইনালে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল সেরা পারফরম্যান্স করেছেন। ফাইনালে পিচ কেমন হবে, সেই অনুযায়ী প্রথম একাদশ নামাবে ভারত।