মাত্র ২৫ বলে ৬১ রান সূর্যকুমার যাদবের। জিম্বাবোয়ের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংসের পর শুভেচ্ছা সব মহলে। ৭১ রানে জিতে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এবার সূর্যকুমার যাদবের প্রশংসায় টিমের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।
সূর্যের ব্যাটে রানের ফুলঝুরি। এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এসে পরপর বড় রান পেয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা জানান, সূর্যকুমার যখন ব্যাট করেন, ডাগআউট তখন নিশ্চিন্ত থাকে। রোহিত বলেন, "ওর ব্যাটিংয়ে সংযম আছে। আমরা ওর থেকে এটাই প্রত্যাশা করি। যতদিন যাচ্ছে, ওর ক্ষমতাও বাড়ছে।"
আরও পড়ুন: চারবার বিশ্বজয়, কাতারে পঞ্চমে পা রাখার স্বপ্ন দেখছেন মুলাররা
T20 আন্তর্জাতিকে একবছরে হাজার রান করে ফেলে নতুন মাইলফলক ছুঁয়েছেন সূর্যকুমার। ২০২২ সালে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন সূর্যকুমার। ২৮ ম্যাচে ১০২৬ রান করেছেন তিনি। তাঁর প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়ও। তিনি বলেন, "এই কারণেই বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্য। ওর মতো ধারাবাহিক পারফরম্যান্স করা সহজ নয়। কঠিন পরিশ্রম থাকলে এটা সম্ভব। ভারতের জন্য ওর পারফরম্যান্স অসাধারণ। সূর্যকুমারের ব্যাটিং উপভোগ করার মতো।"